বক্তাবলীর আনন্দবাজারে কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সদর উপজেলার বক্তাবলীর আনন্দবাজারে একটি কালভার্ট নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের প্রকল্পের এ নির্মাণকাজের উদ্বোধন করেন বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলী।
এসময় উপস্থিত ছিলেন-প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, সহকারী প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজলু ইসলাম, বক্তাবলীর ৩নং ওয়ার্ড সদস্য আতাউর রহমান, ৭নং ওয়ার্ড সদস্য জলিল গাজী, ৯নং ওয়ার্ড সদস্য আমজাদ হোসেন, আওয়ামীলীগ নেতা ছিদ্দিকুর রহমান, ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন, নুরুল ইসলাম মোল্লা, মান্নান ছিদ্দিকি, আমান উল্লাহ মোল্লা, সিরাজ মিয়া, হাজী দেলোয়ার, মাহমুদ মাদবর, চুন্নু চৌধুরী, মোশারফ চৌধুরী, মোকলেছ মোড়ল প্রমুখ।
৩০ লাখ ৭০ হাজার টাকা ব্যয়ে আনন্দবাজারের মীরগঞ্জ খালের উপর ১৫ মিটার দৈর্ঘ্যের এ কালভার্টটি নির্মাণ করছে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স বাঁধন এন্টারপ্রাইজ।