প্রশাসন জোর করে আমাদের জমি দখল করেছে: বিআইডাব্লিউটিসি
প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর টানবাজার থানা পুকুরপাড় এলাকার ১৪ কাঠার উপর নির্মিত জাহাজী স্টাফদের থাকার ঘরটি নারায়ণগঞ্জ জেলা প্রশাসন জোর করে দখল করেছে বলে দাবি করেছে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে তারা এ দাবি করেন। ওই দাবিতে তারা বিক্ষোভ সমাবেশও করেন।
প্রসঙ্গত বুধবার (২২ জানুয়ারি) সকালে জেলা প্রশাসন ওই জমিটি নিজেদের দাবি করে দখলে নেয়। এসময় ওই ঘরে থাকা মালপত্র বের করে দিয়ে ঘরগুলো তালাবদ্ধ করে দেয়।
এদিকে বিআইডব্লিউটিসি ওয়ার্কার্স ইউনিয়ন কেন্দ্রীয় কমিটি সহ-সাধারণ সম্পাদক বাহাউদ্দিন বলেন, আমাদের দীর্ঘ ৫০ বছর আগের এই অবৈধভাবে অনেকটা গুন্ডা বাহিনীর মতো ভূমিকা রেখে বিআইডব্লিউটিসির সম্পত্তি দখল করে নেয় নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের এডিসি। তিনি আমাদের শ্রমিকদের গ্রেফতারের ভয় দেখিয়ে ভবনের ভিতর থেকে জোরপূর্বক বের করে দেয়। তিনি ভবনের প্রধান ফটকের তালা খুলে ভিতরে প্রবেশ করে আমাদের শ্রমিকদের থাকার কক্ষগুলো মালামাল সমেত তালা লাগিয়ে দেন। বিআইডব্লিউটিসির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবি জানাচ্ছি তারা যেন অবিলম্বে আমাদের এই ঐতিহ্যবাহী বেজ ঘরটি যেটি জাহাজী শ্রমিকদের বিশ্রামাগার হিসেবে ব্যবহৃত হয়ে আসছে সেটি যেন পূনরায় আমাদের মাঝে ফিরিয়ে দেয়ার ব্যবস্থা গ্রহণ করেন।