জন্মদিনে ছিন্নমূলদের উপহার তুলে দিলেন খোরশেদ
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর যুবদলের সভাপতি মাকছুদুল আলম খন্দকার খোরশেদের ৪৬ তম জন্মদিন উপলক্ষে ২০০ জন ছিন্নমূল শিক্ষার্থীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বেলা ৩টায় সামাজিক সংগঠন ‘ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জ’ এর উদ্যোগে মাকছুদুল আলম খন্দকার খোরশেদ শিক্ষা সামগ্রী বিতরণ করেন।
উপহার সেটে প্রত্যেককের জন্য ছিলো বই, খাতা, রাইটিংবোর্ড, পেন্সিলবক্স, কলম, কালার পেন্সিল, ইরেজার, শার্পনার। উপহার বিতরণ শেষে শিশুরা সম্বলিত ভাবে ৪৬ পাউন্ডের কেক কাটেন।
অনাড়াম্বর অনুষ্ঠানে নারায়ণগঞ্জ মহানগর যুবদলের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
এসময় কাউন্সিলার খোরশেদ তার প্রতিক্রিয়ায় সুন্দর আয়োজনের জন্য ওর্য়াকিং ফর বেটার নারায়ণগঞ্জকে ধন্যবাদ জানান।
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ বলেন, জনপ্রতিনিধি থাকি বা না থাকি তবুও সচেতন নারায়ণগঞ্জবাসী হিসাবে মহান আল্লাহ তায়ালার রহমতে যতদিন বেঁচে থাকি ততদিন একটি বাসযোগ্য ও মানবিক মহানগরী গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখবো। কোন রক্ত চক্ষুকে পরোয়া না করে নিজের যে কোন ত্যাগের বিনিময়ে হলেও জনগনের দেয়া ভোটের মর্যাদা রক্ষা ও একটি বাসযোগ্য আধুনিক এবং মানবিক নারায়ণগঞ্জ গড়তে কাজ করবো ইনশাল্লাহ। কোন চাপ বা ষড়যন্ত্রই আমাকে শহীদ জিয়ার আদর্শ ও স্বৈরাচার পতনের এবং ভোটাধিকার পুনুরুদ্ধারের আন্দেলন থেকে বিচ্যুত করতে পারবে না। আমি খালেদা জিয়ার মুক্তি, গনতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ শিকার করতে সর্বদা প্রস্তুত আছি।বাসযোগ্য আধুনিক ও মানবিক নারায়ণগঞ্জ গঠন এবং দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই এখন আমার একমাত্র প্রত্যাশা।