৪৬তম জন্মদিনে না’গঞ্জবাসীর দোয়া চাইলেন খোরশেদ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: আগামীকাল বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের তিন বারের নির্বাচিত কাউন্সিলর ও রাজনৈতিক কর্মী মাকছুদুল আলম খন্দকার খোরশেদের ৪৬ তম জন্মদিন। এ উপলক্ষে তিনি বিগত দিনগুলিতে পাওয়া সমর্থন ও ভালবাসার জন্য নারায়ণগঞ্জবাসীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেছেন, আগামীদিনেও আমি দল-মত, জাতি-ধর্ম নির্বিশেষে নারায়ণগঞ্জবাসীর দোয়া, সমর্থন ও ভালবাসা কামনা করি।

খোরশেদ আরো বলেন, তৃণমূলের একজন জনপ্রতিনিধি বা সচেতন নারায়ণগঞ্জবাসী হিসাবে মহান আল্লাহ তায়ালার রহমতে যতদিন বেঁচে থাকি ততদিন একটি বাসযোগ্য ও মানবিক মহানগরী গড়ার কাজে নিজেকে নিয়োজিত রাখবো। কোন রক্ত চক্ষুকে পরোয়া না করে নিজের যে কোন ত্যাগের বিনিময়ে হলেও জনগণের দেয়া ভোটের মর্যাদা রক্ষা ও একটি বাসযোগ্য আধুনিক এবং মানবিক নারায়ণগঞ্জ গড়তে কাজ করবো ইনশাল্লাহ।

 

পাশাপাশি খোরশেদ বলেন, কোন চাপ বা ষড়যন্ত্রই আমাকে শহীদ জিয়ার আদর্শ থেকে বিচ্যুত করতে পারবে না। আমি গণতন্ত্র ও ভোটাধিকার পুনরুদ্ধারের সংগ্রামে সর্বোচ্চ ত্যাগ শিকার করতে সর্বদা প্রস্তুত। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তিই আমার একমাত্র প্রত্যাশা।

 

তিনি ২০১৮ সালে মহানগর যুবদলে সভাপতি নির্বাচিত করায় ও বিগত জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ-৫ সদর আসনে বিএনপি দলীয় মনোনয়ন পাওয়ায় মহান আল্লাহর দরবারে শোকরিয়া, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা এবং নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণ, জেলা ও মহানগর বিএনপি, মহানগর যুবদল ও অন্যান্য অংগ সংগঠনের নেতাকর্মীদের প্রতি সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেছেন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com