আল জয়নালের বিরুদ্ধে চেক জালিয়াতির মামলা
আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: জাতীয় পার্টি নেতা রহস্যময় ধনপতি জয়নাল আবেদীনের বিরুদ্ধে চেক জালিয়াতির অভিযোগে মামলা করেছেন একজন আইনজীবী।
নজরুল ইসলাম মাসুম নামের ওই আইনজীবী মঙ্গলবার (২১ জানুয়ারি) সকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে মামলাটি দায়ের করেন। পরে আদালত আগামী ১৩ ফেব্রুয়ারি শুনানির দিন ধার্য করে।
জয়নাল আবেদীন নগরীতে আল জয়নাল নামে সমধিক পরিচিত। রহস্যময় এই ধনপতির বিরুদ্ধে ভূমিদস্যুতাসহ নানা অভিযোগ রয়েছে। একসময়ের জামায়াতে ইসলামী পৃষ্ঠপোষক হলেও হালে তিনি জাতীয় পার্টিতে যোগ দেন।
এড. নজরুল ইসলাম মাসুম জানান, আমি জমি বিক্রির ৫লাখ টাকা জয়নালের নিকট পাই। যার কারণে তার কাছে টাকা চাইলে তিনি আমাকে পূবালী ব্যাংকের ৫লাখ টাকার একটি দেন। চেকটি ভাঙ্গাতে গেলে সেখানে অপর্যাপ্ত টাকা দেখায় এবং আমি জয়নালের কাছে জানালে তিনি আমাকে টাকা দিবেন না বলে জানায়। পরবর্তীতে আবারও টাকা চাইলে আমাকে বিভিন্ন হুমকি প্রদান করেন। যার কারনে আমি নিজে বাদী হয়ে আদালতে একটি মামলা দায়ের করি।