সিদ্ধিরগঞ্জে হত্যা মামলাসহ আট মামলার আসামি গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে হত্যাসহ আট মামলার পলাতক আসামি শরীফ (৩২) কে গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিলো।
পুলিশ ওই গ্রেফতারি পরোয়ানার সূত্র ধরে গত সোমবার (২০ জানুয়ারী) দিবাগত রাতে সিদ্ধিরগঞ্জের নিমাই কাশারী বাঘমারা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত শরীফ সিদ্ধিরগঞ্জের বাঘমারা এলাকার আ: রহিম বাদশার ছেলে।
তার বিরুদ্ধে ঢাকার ডেমরা থানায় হত্যা মামলা নং ৮(১)১৭, সিদ্ধিরগঞ্জ থানায় মানব পাচার মামলা নং ৬(২)১৭, সিদ্ধিরগঞ্জ থানার মামলা নং ৬০(৪)১৮, ২২(৫)১৮, ৪২(৫)১৮, ৬৭(৮)১৭, ১৫(৪)১৪ ও ৫১(১২)১১ রয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক(এএসআই) হেমায়েত উদ্দিন (পিপিএম) জানান, সে দীর্ঘদিন যাবৎ পলাতক ছিল। সোমবার রাতে তাকে বাঘমারা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (ওসি) কামরুল ফারুক জানান, শরীফ দীর্ঘদিন ধরে পলাতক ছিলো। তার বিরুদ্ধে হত্যাসহ বিভিন্ন থানায় আটটি মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাতে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।