শীতলক্ষ্যা নদীর তীরে যুবকের লাশ উদ্ধার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: শীতলক্ষ্যা নদীর তীর থেকে জাহিদ নামে এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

মঙ্গলবার (২১ জানুয়ারী) বিকালে সিদ্ধিরগঞ্জের শিমরাইল তাজ জুট মিল এলাকায় শীতলক্ষ্যা নদীর তীরে লাশটি দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

পরিবার সূত্রে জানা যায়, ডেমরা কোনাপাড়া এলাকার আমির হোসেনের ছেলে ।  সে গত শুক্রবারে নিখোঁজ হয় । এ ব্যাপারে ডেমরা থানায় জিডিও করা হয়েছিল। পরিবারের সদস্যরা নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে এসে লাশ শনাক্ত করেছে। হাসপাতালে আসা জাহিদের বন্ধু বিল্লাল হোসেন জানায় এর আগেও নিহত জাহিদ বেশ কয়েকবার আত্মহত্যার চেষ্টা করেছিল ।

ঘটনাস্থলে যাওয়া সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মোঃ আজিজুল হক জানান, সম্ভবত উদ্ধারকৃত যুবকের লাশটি ৪/৫ দিন পূর্বের। এ কারণে লাশের অনেকাংশে পচে গিয়ে মাংস উঠে গেছে। তাই আঘাতের চিহৃ বোঝা যাচ্ছে না। নিহতের নাম ও পরিচয় জানার চেষ্টা চলছে। তার গায়ে কালো রঙ্গের জিন্স প্যান্ট, ফুল হাতা গেঞ্জি ও কাপড়ের জুতা ছিল। তার পরিধানে থাকা প্যান্ট থেকে একটি ষ্মার্ট ফোন উদ্ধার করেছে পুলিশ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com