কাশীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শ্যামল গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম : ধর্ষিতার বিরুদ্ধে প্রহসন মূলক বিচার করে ধর্ষককে ছেড়ে দেওয়ায় ধর্ষিতার মা ইয়াছমিন মামলা দায়ের করলে কাশীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শ্যামলকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ জানুয়ারী) ভোরে কাশীপুর গোয়ালবন্ধস্থ তার নিজ বাড়ি থেকে এস আই মোবারক আসামী শ্যামলকে গ্রেফতার করেন ।
পুলিশ জানায়, মামলার বাদি ইয়াছমিন খানমের মেয়েকে ধর্ষণ করার পর এ নিয়ে কাশীপুর ইউনিয়ন যুবলীগ সভাপতি শ্যামল বিচার করার নাম করে ঘটনা ধামাপাচা দিয়ে ধর্ষককে ছেড়ে দেন। এই ঘটনায় অসন্তুষ্ট হয়ে ধর্ষিতার মা শ্যামলের বিরুদ্ধে মামলা দায়ের করেন। ধর্ষককে সহোযোগিতা করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, শ্যামল স্থানীয়ভাবে দলীয় প্রভাব খাটিয়ে অন্যায়ভাবে বিচারকার্য পরিচালনা করে থাকেন । তার বিরুদ্ধে অসখ্য অভিযোগ থাকা সত্বেও স্থানীয় প্রভাবশালী আওয়ামীলীগ নেতার ছত্রছায়ায় থাকায় তাকে কেউ কিছু বলতে পারেনা।
ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, ধর্ষককে ছেড়ে দেওয়ায় ধর্ষিতার মা মামলা দয়ের করলে অভিযোগের প্রেক্ষিতে ফতুল্লা মডেল থানা পুলিশ আসামী শ্যামলকে বাড়ি থেকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগ তদন্ত করে আদালতে প্রেরণ করা হবে।