আড়াইহাজারে সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে বাল্য বিবাহ, যৌতুক, নারী নির্যাতন, মাদক, সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয়ক সচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়।

 

মঙ্গলবার (২১ জানুয়ারী) সকাল ১০টায় উপজেলা পরিষদ হল অডিটরিয়ামে উপজেলা পরিষদের আয়োজনে ও উপজেলা পরিচালন উন্নয়ন প্রকল্প জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন(জাইকা) এর সহযোগিতায় ২টি পৌরসভার মেয়র,কাউন্সিলর,১০টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, মেম্বার, কাজী, মসজিদের ইমাম, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের অংশগ্রহনে সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

 

নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোঃ জসীমউদ্দিনের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সোহাগ হোসেন, নারায়ণগঞ্জ জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম, আড়াইহাজার পৌর মেয়র মোঃ সুন্দর আলী প্রমুখ।

 

নজরুল ইসলাম বাবু বলেন, আজকের সভায় আড়াইহাজার উপজেলার সকল স্তরের দায়িত্বপূর্ণ ব্যক্তিগণ উপস্থিত রয়েছেন। এ সভার মাধ্যমে আজ শপথ নিতে হবে এ উপজেলায় একটিও বাল্য বিবাহ হতে দেওয়া হবেনা। যৌতুকের জন্য কোন নারী নির্যাতনের শিকার হতে দেওয়া হবেনা। উপজেলাকে মাদকমুক্ত,সন্ত্রাস ও জঙ্গীবাদ প্রতিরোধ করতে সকলকে একযোগে কাজ করতে হবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com