আড়াইহাজারকে ভিক্ষুক মুক্ত করা হবে: নজরুল ইসলাম বাবু

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজার উপজেলাকে ভিক্ষুক মুক্ত করার ঘোষণা দিলেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।

মঙ্গলবার (২১ জানুয়ারী) দুপুরে আড়াইহাজার এস এম মাজহারুল হক অডিটরিয়ামে ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থান কর্মসূচী এবং দারিদ্র দূরীকরনে বিভিন্ন অংশীজনের সমন্বিত উদ্যোগ বিষয়ক আলোচনা সভা ও ঋন বিতরণ অনুষ্ঠানে জেলা প্রশাসক মোঃ জসীমউদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে এমপি নজরুল ইসলাম বাবু এই কথা বলেন।

তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধ কন্যা শেখ হাসিনা দেশের মানুষের কর্মসংস্থান, আশ্রয়হীনদের ঘরবাড়ি নির্মাণ করে দিচ্ছেন। এ দেশের মানুষের মুখে হাসি ফুটাতে তিনি দিনরাত কাজ করে চলেছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনামতো দেশের ভিক্ষুক পুনর্বাসন ও বিকল্প কর্মসংস্থানের সুব্যবস্থা করার জন্য সরকার কাজ করে যাচ্ছে।

সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মুজাহিদুর রহমান হেলো সরকার, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহাগ হোসেন প্রমুখ।

 

 

পরে এমপি নজরুল ইসলাম বাবু ও জেলা প্রশাসক মোঃ জসীমউদ্দিন ২৭৫ জন উদ্যোক্তার মধ্যে ২৮ লক্ষ টাকা ক্ষুদ্রঋণ বিতরণ করেন এবং উপজেলার তালিকাভুক্ত ১৭৫ জন ভিক্ষুকদের মধ্যে ৫ জনকে ব্যবসার মালামাল সহ টং দোকান, ৫ জনকে কাঁচামাল সহ ৫টি রিক্সা ভ্যান, ১ জনকে ১টি রিক্সা, ৫জনকে ৫টি সেলাই মেশিন, ৪ জনকে ৮টি করে হাস-মুরগী, ২ জনকে ২টি করে ছাগল ও ১ জনকে ফেরি করে কাপড় বিক্রি করার জন্য শতাধিক কাপড় প্রদান করা হয়। পর্যায়ক্রমে বাকী ভিক্ষুকদের বিভিন্ন কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানান।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com