রূপগঞ্জে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় আরও ৩ জন গ্রেফতার

 

রূপগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: রূপগঞ্জে নবম শ্রেণির ছাত্রীকে তুলে নিয়ে দুইদিন আটকে রেখে ধর্ষণের ঘটনায় আরও তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের মধ্যে তানভীর এই মামলার এজাহারনামীয় আসামি। গ্রেফতার অন্যরা হলেন-ফয়সাল ও রবিন। ধর্ষণের ঘটনায় জড়িত অভিযোগে তাদেরও এই মামলায় গ্রেফতার দেখিয়েছে পুলিশ। এ নিয়ে এ মামলায় মোট ৪জন গ্রেফতার হলো। এর আগে উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি সোহানকে গ্রেফতার করা হয়। পরে তাকে ছাত্রলীগ থেকে বহিঃস্কারও করা হয়।

 

রোববার (১৯ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদর এলাকা থেকে তাদের গ্রেফতার করে রূপগঞ্জ থানা পুলিশ। গ্রেফতারকৃত তানভীর উপজেলার তারাবো পৌরসভার রূপসী এলাকার মৃত কবির হোসেনের ছেলে।

 

গত ৯ জানুয়ারি ভুক্তভোগী ছাত্রীকে ৫০০ টাকা ধার পরিশোধের কথা বলে ডেকে এনে অপহরণ করে রূপগঞ্জের তারাব পৌরসভার গন্ধর্বপুর এলাকায় দুদিন আটকে রেখে ওই ছাত্রীকে গণধর্ষণ করার ১০ জানুয়ারি রাতে সিদ্ধিরগঞ্জের রাস্তায় ফেলে যায়। এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে রূপগঞ্জ থানায় তৌসিফ, আফজাল, আবু সুফিয়ান সোহান ও তানভীরসহ অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। মামলার রাতেই তৌসিফ, আফজালকে গ্রেফতার করে। অন্যদিকে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ থানায় ফেন্সিডিলসহ গ্রেফতার হয় ছাত্রলীগের নেতা সোহান।তাকেও এই মামলায় গ্রেফতার দেখায় পুলিশ। এদিকে মামলার পলাতক এজাহারনামীয় আরেক আসামি তানভীরসহ আরও দুইজনকে রোববার সকালে গ্রেফতার করেছে পুলিশ।

 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার পরিদর্শক (অপারেশন) রফিকুল হক জানান, ঘটনার পর থেকেই তানভীর পলাতক ছিল। তদন্তের মাধ্যমে তানভীরের অবস্থান নিশ্চিত করে খাগড়াছড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় ধর্ষণের ঘটনার সাথে জড়িত ফয়সাল ও রবিন নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com