রক্ত দিয়ে হলেও মদের বার বন্ধের ঘোষণা

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর চাষাড়ায় উদ্বোধনের অপেক্ষায় থাকা মদের বার রক্ত দিয়ে হলেও বন্ধ করবেন বলে হুংকার দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগর শাখার নেতৃবৃন্দ।

 

তারা বলেছেন, রাতের আধারে লাল পানি খাবেন আর ঢুলতে ঢুলতে বাড়ি যাবেন এটা হবে না। আমাদের রক্ত দিয়ে রাজপথ রঞ্জিত করবো তারপরও মাদের বার চালু হতে দিবো না।

 

সোমবার (২০ জানুয়ারী) বাদ আসর নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে চাষাড়ায় নূর মসজিদের পিছনে প্যারাডাইজ ভবনে ৯-১১ নম্বর ফ্লোরে ব্লু-পেয়ার রেষ্টুরেন্ট নাম দিয়ে মদের বার খোলা হয়েছে। সেই মদের বার অপসারণের দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন তারা।

 

উপস্থিত বক্তারা আরও বলেন, আমরা বিভিন্ন পত্র-পত্রিকায় দেখতে পেরেছি নারায়ণগঞ্জের রানিং দুই এমপিরা এর বিরোধীতা করছেন তাহলে কোন শক্তির বলে তারা মদের বার চালু করতে যাচ্ছে?

 

 

এ সময়ে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com