বন্দরে কুতুববাগ দরবারে ওরছ ৩০ ও ৩১ জানুয়ারী
বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দর কুতুববাগ দরবার শরীফের ওরছ ও বিশ্বজাকের ইজতেমা আগামী ৩০ ও ৩১ জানুয়ারী অনুষ্ঠিত হবে।
দরবার শরীফের উদ্যোগে সোমবার (২০ জানুয়ারী) সংবাদ সম্মেলন এ তথ্য জানানো হয়।
কুতুববাগ দরবার শরীফের খাদেম নাসির আহেমদ আল মুজাদ্দেদী বলেন, আমরা দরবার শরীফের পক্ষ হতে দাওয়াত দিতে এসেছি। এটা হলো পুন্যের দাওয়াত। আমাদের পীর সাহেব রাসূলের আদর্শের অনুসারি।
লিখিত প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, এবারের ওরছে সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে ভারতের পাঞ্জাব প্রদেশে অবস্থিত মোজাদ্দেদীয়া তরিকার ইমাম হযরত মোজাদ্দেদ আলফেসানি (রহ) দরবার শরীফের গদিনশিন পীর ও খলিফা সৈয়দ মো. সাদিক রেজা ওরছ উপলক্ষে বাংলাদেশে আনবেন। তিনিই শুক্রবার ৩১ জানুয়ারি বাদ জুমায় আখেরী মোনজাত পরিচালনা করবেন।
এসময় আরও উপস্থিত ছিলেন-কুতুববাগ দরবার শরীফের মোজাদ্দেদীয়া ওলামা মিশনের চেয়ারম্যান মুফতি গোলাম আম্বিয়া, হাফেজ জামাল উদ্দিন প্রমুখ।