ইশরাকের জন্য খোরশেদের ছড়া

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে বিএনপির প্রার্থী প্রকৌশলী ইশরাক হোসেনের নির্বাচনী প্রচারণাকে সামনে রেখে ছড়া লিখেছেন নারায়ণগঞ্জ মহানগর যুবদলের সভাপতি ও সিটি কর্পোরেশনের কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।

 

ছড়াটি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমেও পোস্ট করেছেন। ছড়ায় ইশরাকে প্রশংসায় তিনি নানা বাক্য লিখে আগামী নির্বাচনে জয়লাভেরও প্রত্যাশা করেছেন।

 

ইশরাক হোসেনকে তাঁর প্রয়াত পিতা সাদেক হোসেন খোকার সাথে তুলনা করে জনতার ভোটে এবার ইশরাকের বিজয় হবে বলে ছড়ায় লিখেন তিনি।

 

পাঠকের জন্য মাকছুদুল আলম খন্দকার খোরশেদের লেখা ছড়াটি নিচে তুলে দেয়া হলো-

 

ইশরাকের জন্য ভালবাসা
মাকছুদুল আলম খন্দকার খোরশেদ

 

ইশরাক এলো বাঁশি হাতে
হ্যামিলনের মত,
মুছিয়ে দিতে ঢাকাবাসীর
দুঃখ কষ্ট যত।

 

সবার প্রিয় ইশরাক যেন
প্রতিচ্ছবিতে খোকা,
ঢাকাবাসী করবে না ভুল
খাবে না আর ধোঁকা।

 

মেয়র পদে প্রার্থী ইশরাক
প্রতীক ধানের শীষ,
দোয়া সমর্থন ভালবাসা
রইলো অর্হনিশ।

 

আসবে আবার নতুন দিন
উঠবে জেগে ঢাকা,
ইশরাক হবে খাঁটি সোনা
নয়তো বুলি ফাঁকা।

 

মেয়র হবে ইশরাক এবার
জনতার ভোটে জিতে,
প্রস্তুত হও, দিব না আর
বিজয় ছিনিয়ে নিতে।

 

গড়তে হলে নতুন ঢাকা
এবার বাঁধো জোট,
লড়তে হবে দিতে হবে
ধানের শীষে ভোট।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com