যে কারণে সরে গেল দীপু-পলু পরিষদ

 

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: আদালতপাড়ায় গণতন্ত্র ফিরিয়ে আনার ডাক দিয়েও শেষ পর্যন্ত নির্বাচন থেকে সরে দাঁড়াল দীপু-পলু পরিষদ। আওয়ামী লীগের এই বিদ্রোহী প্যানেলটির কয়েকজন প্রার্থীকে হুমকি-ধামকি ও ভয়ভীতি দেখানোর অভিযোগ উঠলেও এ পরিষদের নেতা আনিসুর রহমান দীপু বলছেন, দলীয় সিদ্ধান্তের কারণেই তাদের নির্বাচন থেকে সরে দাঁড়ানো।

 

রোববার (১৯ জানুয়ারি) এ প্যানেলের ১৭জন প্রার্থীই তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে। তবে এ প্যানেলের কেউ স্বশরীরে উপস্থিত হননি। তাদের পক্ষে এড. সামসুল ইসলাম ভুইয়া নির্বাচন কমিশনের কাছে তাদের আবেদন তুলে দেন।

আনিসুর রহমান দিপু এবং এড. হাবিব আল মুজাহিদ পলুর নেতৃত্বে বঙ্গবন্ধু আইনজীবী পরিষদ নামের এ প্যানেল আইনজীবী সমিতির নির্বাচনের চিত্র বদলে দিয়েছিল। বিএনপি একক প্যানেল দিলেও আওয়ামী লীগের সিনিয়র আইনজীবীদের নিয়ে একটি বিদ্রোহী প্যানেল গঠন করে।

তবে আইনজীবীদের একটি অংশ দাবি করছে, ক্ষমতার প্রভাব ও ভয়ভীতির মাধ্যমে এ প্যানেলকে নির্বাচন থেকে সরানো হয়েছে।

 

এ প্যানেলের সহ-সভাপতি প্রার্থী জসিম উদ্দিন, লাইব্রেরী সম্পাদক প্রার্থী নজরুল ইসলাম ও কার্যকরী পরিষদের সদস্য প্রার্থী মো. ওয়ালী উল্লাহ অলিকে নগরীর একটি রেস্তরাঁয় ডেকে নিয়ে শারিরিকভাবে লাঞ্ছিত করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর হুমকি দেয়া হয়।

রোববার সকাল থেকেই আদালতপাড়ায় বিষয়টি সবার মুখে মুখে ফিরছিল।

 

 

 

প্রসঙ্গত রোববার ছিল প্রার্থীতা যাচাই, বাছাইয়ের শেষ দিন। ২০ জানুয়ারি চূড়ান্ত বৈধ প্রার্থী তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। আগামী ২৯ জানুয়ারি সমিতির ভোট গ্রহণ।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com