না’গঞ্জে পাসপোর্ট দালালচক্রের ৫ সদস্য গ্রেফতার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জের জালকুড়িতে নারায়ণগঞ্জ পাসপোর্ট অফিসের আশেপাশে অভিযান চালিয়ে পাসপোর্ট ভুয়া সীল অন্যান্য সামগ্রীসহ দালালচক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে সিআইডি পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৮৮টি পাসপোর্ট, ৩টি এনআইডি কার্ড, ৬০৫টি পাসপোর্ট এর ডেলিভারি চালান, সরকারি বিভিন্ন দপ্তরের প্রথম শ্রেণীর কর্মকর্তাদের দশটি ভুয়া সিল উদ্ধার করে।
রোববার (১৯ জানুয়ারি) দুপুরে সিআইডি পুলিশের নারায়ণগঞ্জ জেলার সহকারি পুলিশ সুপার হারুনুর রশিদের নেতৃত্বে এ অভিযান চালানো হয়। গ্রেফতাররা হলেন-মনির হোসেন (৩৫), রাশেদ (৩২), রিফাত (২০) ও জুনায়েদ আহমেদ জনি (২৮), আল আমিন (২৩)।
বিষয়টি নিশ্চিত করেছেন সিআইডি পুলিশের নারায়ণগঞ্জের সহকারি পুলিশ সুপার মোঃ হারুন-অর-রশিদ।