না’গঞ্জে ইয়াবা ব্যবসায়ীর ১৪ বছরের জেল

 

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে এক মাদক ব্যবসায়ীকে ১৪ বছরের সশ্রম কারাদন্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদন্ড দেওয়া হয়েছে।

 

রোববার (১৯ জানুয়ারি) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ দ্বিতীয় আদালতের বিচারক শেখ রাজিয়া সুলতানা এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণাকালে আসামি নাছির ভান্ডারী (৬৪) আদালতে উপস্থিত ছিলেন।

 

দন্ডপ্রাপ্ত নাছির ভান্ডারী সিটি কর্পোরেশন এলাকার সৈয়দপুর আলামিন নগর এলাকার মৃত হাশেম আলীর ছেলে।

 

নারায়ণগঞ্জ আদালতের অতিরিক্ত সরকারি কৌঁসুলী (এপিপি) জাসমিন আহমেদ বলেন, নারায়ণগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের পরিদর্শক তমিজউদ্দিন প্রধানের নেতৃত্বে ২০১৮ সালের ৫ মে দুপুরে নাছির ভান্ডারীর বাসা থেকে চার হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এর আনুমানিক মূল্য ছিল প্রায় ১২ লাখ টাকা। এ ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের হয়। এ মামলায় আসামি নাছির ভান্ডারী দোষী সাব্যস্ত হয়।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com