কাশীপুরে খাঁন ম্যানসনে ’৯৫ ব্যাচের আড্ডা

 

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: কাশীপুরের মধ্য নরসিংহপুরে খাঁন ম্যানসনে জমজমাট আড্ডায় মিলিত হয়েছে ১৯৯৫ ব্যাচের বন্ধুরা।

 

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ব্যাচের বন্ধু আব্দুল বাতেন খাঁনের আয়োজনে এ আড্ডায় আনন্দ হাসিতে কেটে যায় পুরোটা বিকেল।
এ আড্ডায় উপস্থিত ছিলেন-আল আমিন ইকবাল, ফারুক, নূর হোসেন, মনিরুজ্জামান স্বপন, আব্দুল কাদির, মকবুল হোসেন শ্যামল, শাহিন, হাজী আবুল কাশেম, মোসলেহ উদ্দিন, বাতেন, আব্দুল্লাহ আল ইমরান, ইকবাল হোসেন, সেলিনা, শান্তি, শারমিন, ফরিদা, জয়নব, রিনা প্রমুখ।

 

ইন্টারনেটেও আড্ডায় যুক্ত হন-ফ্রান্স থেকে আবুল কাশেম আকাশ, কুয়েত থেকে শখ জালাল, সৌদি আরব থেকে জিয়াউর রহমান, সিঙ্গাপুর থেকে জামাল হোসেন।

 

 

আড্ডায় সিদ্ধান্ত হয় ব্যাচের বন্ধু ওমর ফারুকের আয়োজনে আগামী ২২ জানুয়ারী নগরীর ফুড ফ্যান্টাসীতে দুপুরে আড্ডায় মিলিত হবে ব্যাচের বন্ধুরা।

 

 

 

 

 

আড্ডায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-বর্ষীয়াণ রাজনীতিক আব্দুল হাই কানু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, খোলা কাগজ’র নারায়ণগঞ্জ প্রতিনিধি মোহাম্মদ নেয়ামত উল্লাহ, বক্তাবলী ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল মতিন খাঁন, ফতুল্লা থানা ছাত্রলীগের সহ-সভাপতি শরীয়ত উল্লাহ বাবু।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com