খান মাসুদ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল ও পুরস্কার বিতরণ

 

বন্দর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বন্দরে মুজিব বর্ষ উপলক্ষে র‍্যালী ও লেজারার্স যুবকদের উদ্যোগে খান মাসুদ ক্রিকেট টুর্নামেন্ট ফাইনাল খেলা এবং পুরষ্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শুক্রবার (১৭ জানুয়ারি) র‍্যালী আবাসিক এলাকা সংলগ্ন মাঠে এ খেলা ও পুরষ্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন যুবলীগ নেতা খান মাসুদ।

 

আকিব হোসেন রাজুর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বন্দর থানা যুবলীগ নেতা মোঃ মাসুম ও ডালিম হাসান।

 

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-বিশিষ্ট ব্যবসায়ী মোঃ লিটন খান, রাসেল খান, যুবলীগ নেতা হোসেন, বাবু মোল্লা, মেহেদী খান,নূরবাগ যুব সংগঠনের সাধারণ সম্পাদক রাজু আহমেদ, রাজিব, অপু,পারভেজ, শান্ত প্রমুখ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com