কাশীপুরে অটোচালক খুনের ঘটনায় গ্রেফতার ৩
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার কাশীপুরে টিপু হাওলাদার (২৫) নামে এক ইজিবাইক চালককে ছুরিকাঘাতে হত্যার ঘটনায় ৩ জনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) রাতে ফতুল্লার হরিহরপাড়া গুলশান রোড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ২টি সুইস গিয়ার চাকু ও নিহতের মোবাইল ফোন উদ্ধার করা হয়। ছিনতাইকৃত ইজিবাইক উদ্ধারে গ্রেপ্তারকৃতদের নিয়ে অভিযান চালাচ্ছে পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো, হরিহরপাড়া গুলশান রোড এলাকার আরিফ (২২), রনি (২০) ও সোহেল (২২)।
এ বিষয়ে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের ওসি এস এম আলমগীর হোসেন জানান, জেলা গোয়েন্দা পুলিশের এসআই মিজানুর রহমানের নেতৃত্বে তথ্য প্রযুক্তির মাধ্যমে অভিযান চালিয়ে ৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের নিয়ে ছিনতাইকৃত অটোরিকশাটি উদ্ধারে অভিযান চলছে।
উল্লেখ্য ৫ জানুয়ারি সকালে ফতুল্লার চর কাশীপুর এলাকা থেকে টিপু হাওলাদারের লাশ উদ্ধার করা হয়। নিহত টিপু হাওলাদার বরিশালের দিদারপুর এলাকার মুনসুর আলীর ছেলে। সে ফতুল্লার ভোলাইল এলাকার বাসিন্দা ও অটোরিকশা চালক। ৪ জানুয়ারি রাত দেড়টায় চর কাশীপুর এলাকায় ছিনতাইকারীরা টিপুকে পিঠে ও কোমরে দুটি ছুরিকাঘাত করে তার ইজিবাইক ছিনিয়ে নিয়ে যায়।