ইশা ছাত্র আন্দোলন না’গঞ্জ মহানগরের কমিটি ঘোষণা
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগরের ১৬ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়েছে। একই দিন উক্ত কমিটির শপথ অনুষ্ঠান ও পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
‘চিন্তার প্রসারতা, শিক্ষায় অগ্রগামিতা, কর্মে দক্ষতা, ব্যক্তিত্বে স্বচ্ছতা ও আদর্শিক বিপ্লবেই হোক সর্বত্র জাগরণ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ মহানগর দলীয় কার্যালয়ে ইশা ছাত্র আন্দোলনের ২০২০ সেশনের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়।
ইশা ছাত্র আন্দোলনের নগর সভাপতি এম. শফিকুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান খাঁন এর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি মুফতি মাসুম বিল্লাহ।
ইশা ছাত্র আন্দোলনের ২০২০ সেশনের ১৬ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির সভাপতি এম. শফিকুল ইসলাম, সহ-সভাপতি আহামদ কবির, সাধারন সম্পাদক মুহাম্মদ মেহেদী হাসান খাঁন, সাংগঠনিক সম্পাদক এইচ.এম মিরাজুল ইসলাম, প্রশিক্ষন সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, প্রচার ও প্রকাশনা সম্পাদক শেখ মুহাম্মাদ ইকবাল হুসাইন, অর্থ সম্পাদক মুহাম্মাদ শরীফ হোসাইন, দপ্তর সম্পাদক মুহাম্মাদ শাহীন আদনান, কওমী মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ আবুল হাসিম, আলিয়া মাদ্রাসা বিষয়ক সম্পাদক মুহাম্মাদ যুবায়ের হুসাইন, কলেজ বিষয়ক সম্পাদক মুহাম্মাদ সোহেল হুসাইন, স্কুল বিষয়ক সম্পাদক মুহাম্মাদ জাহিদ হাসান, ছাত্র কল্যান সম্পাদক মুহাম্মাদ মিজানুর রহমান, সাহিত্য ও সংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুহাম্মাদ তারেক হাসান, সদস্য-১ মুহাম্মাদ আব্দুর রাজ্জাক, সদস্য-২ মুহাম্মাদ ইফতি আলম।
প্রধান অতিথির বক্তব্যে মুফতি মাসুম বিল্লাহ্ বলেন, দায়িত্বশীলদের বিগত দিনের কাজের ধারাবাহিকতা বজায় রেখে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরের সেক্রেটারী মুহাম্মাদ সুলতান মাহ্মুদ, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক মুহাম্মাদ ওমর ফারুক, যুব আন্দোলন নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি গিয়াস উদ্দিন মুহাম্মাদ খালিদ, ইশা ছাত্র আন্দোলন নারায়ণগঞ্জ জেলার সভাপতি শিব্বির আহমাদসহ প্রমূখ।