সাংবাদিকদের উপর হামলাকারী সন্ত্রাসী সোয়াদ এখনও অধরা!

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আনন্দ টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি সাংবাদিক সৈয়দ সিফাত আল রহমান লিংকন ও অন্যান্য সাংবাদিকের উপর হামলাকারী সন্ত্রাসী সোয়াদ এখনও অধরা। এ হামলায় গুরুতর আহত লিংকন ও জামাল তালুকদার বর্তমানে হাসপাতালে শয্যাসায়ী। অভিযোগ উঠেছে, সন্ত্রাসীদের গ্রেফতারে পুলিশ গাফলতি করছে। পুলিশকে সবধরণের সহযোগিতা করার পরেও সন্ত্রাসীকে গ্রেফতারে গড়িমসি করছে তারা।

এদিকে বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সন্ত্রাসী সোয়াদকে হামলায় ব্যবহার করা দেশীয় অস্ত্র পালিয়ে যেতে সাহায্যকারী আওয়ামী লীগ নেতা আব্দুর রহমানের জামিনও হয়েছে।

 

স্থানীয়দের অভিযোগ, আব্দুর রহমানের মত অন্যান্য রাজনৈতিক পরিচয় ব্যবহারকারীরা সন্ত্রাসী সোয়াদকে দিয়ে নানা অপকর্ম করাতো। এম সার্কাস, হাজীগঞ্জ, নবীগঞ্জ, ঈশা খাঁ কেল্লা আশপাশে চুরি, ছিনতাই, চাঁদাবাজী, মারামারী সহ অধিপত্য বিস্তারে সোয়াদ অস্ত্র দিয়ে মানুষকে হামলা করে আহত করায় অভ্যস্থ। জড়িত রয়েছে মাদক ব্যবসার সাথেও।

 

বুধবার বিকালে নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে হামলার প্রতিবাদে ও সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছে সাংবাদিকরা। মানববন্ধনে সাংবাদিকরা সন্ত্রাসী সোয়াদকে গ্রেফতারে ৪৮ ঘণ্টার আল্টিমেটাও দেন।

 

মঙ্গলবার (১৪ জানুয়ারী) সোনারগাঁ লোক ও কারু শিল্প মেলার উদ্বোধন অনুষ্ঠানে যাবার পথে নবীগঞ্জ ফেরীঘাটে সাংবাদিকদের উপর হামলা করে সোয়াদ বাহিনী। তাদের হামলায় তিনজন সাংবাদিক গুরুতর আহত হন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com