ত্রিমুখি লড়াই: আ’লীগে বিভক্তি একক প্যানেল বিএনপির

 

আদালত প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জে আইনজীবী সমিতির নির্বাচনকে সামনে রেখে একদিকে চলছে কমিশন বাতিলের আন্দোলন অন্যদিকে চলছে ভোটের প্রস্তুতিও। এবারই প্রথম আইনজীবীদের তিনটি প্যানেলে নির্বাচন হচ্ছে। অতীতে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হলেও এবার আওয়ামী লীগের একটি বিদ্রোহী অংশ আলাদা প্যানেলে নির্বাচন করছেন। ফলে আওয়ামী লীগের এই বিভক্তির সুবিধা নিতে পারে বিএনপি-এমনটাই ধারণা সংশ্লিষ্টদের। তিনটি প্যানেল থেকে প্রার্থী ঘোষণার পরে আদালতপাড়া এখন প্রার্থীদের প্রচারণায় মুখর।

আগামী ২৯ জানুয়ারি সমিতির ভোট। প্রায় ৯শ’২২ জন আইনজীবী তাদের নেতা বেছে নেবেন ওইদিন। সিনিয়র আইনজীবী আখতার হোসেনকে প্রধান করে ৫ সদস্যের কমিশন গঠন করা হয়েছে। কমিশনের অন্য সদস্যরা হলেন-আশরাফ হোসেন, মেরিনা বেগম, আব্দুর রহিম ও শুকচাঁদ সরকার।

আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে নির্বাচিত সমিতির সাবেক সভাপতি হাসান ফেরদৌস জুয়েল এবার নির্বাচনে অংশ নিচ্ছেন না। এবার এ প্যানেল থেকে সভাপতি পদে লড়ছেন মুহাম্মদ মোহসীন মিয়া। তাঁর নেতৃত্বে নতুন প্যানেলও ঘোষণা করা হয়েছে। সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ নামের ওই প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী করা হয়েছে মাহবুবুর রহমানকে। এ প্যানেলের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন-সিনিয়র সহসভাপতি পদে বিদ্যুৎ কুমার সাহা, সহসভাপতি পদে তাজুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক পদে বরুণ, কোষাধ্যক্ষ পদে মনিরুজ্জামান কামাল, আপ্যায়ন সম্পাদক পদে আবুল বাসার রুবেল, লাইব্রেরিয়ান পদে মাহমুদুল হক মমিন, ক্রীড়া সম্পাদক পদে মোহাম্মদ রাশেদ ভূঁইয়া, সাহিত্য সম্পাদক পদে ফাহমিদা আক্তার সিমি, সমাজসেবা সম্পাদক পদে হাছিব উল হাছান (রন) এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে নুসরাত জাহান তানিয়া। সদস্য পদে রয়েছেন আসাদুল্লাহ সাগর, আজিম ভূঁইয়া, দেলোয়ার হোসেন (সুজন প্রধান), কামরুল হাসান, কামরুন নেছা সুবর্না।

 

 

 

অন্যদিকে বিএনপিপন্থি আইনজীবীদের জাতীয়তাবাদী আইনজীবী পরিষদের সভাপতি প্রার্থী করা হয়েছে সরকার হুমায়ুন কবিরকে। এ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন আবুল কালাম আজাদ জাকির। প্যানেলের অন্যান্য প্রার্থীরা হচ্ছেন-সিনিয়র সহসভাপতি পদে রফিক আহম্মেদ, সহসভাপতি পদে সাদ্দাম হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে মোহাম্মদ আলম খাঁন, কোষাধ্যক্ষ পদে শাহাজাদা দেওয়ান, আপ্যায়ন সম্পাদক পদে আহসান হাবীব, লাইব্রেরি সম্পাদক পদে জাহিদুল ইসলাম মুক্তা, ক্রীড়া সম্পাদক পদে জিয়াউল আহম্মেদ ভূইয়া, সাহিত্য সম্পাদক পদে রাসেল প্রধান, সমাজসেবা সম্পাদক পদে গোলাম সারোয়ার এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে আলী হোসেন। সদস্য পদে রয়েছেন হাফিজুর রহমান, হেলাল উদ্দিন সরকার, হাবিবুর রহমান হাবীব, আইনাল হক ও মহিবর রহমান।

 

আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও বারের সাবেক সভাপতি আনিসুর রহমান দীপুর নেতৃত্বে আওয়ামী লীগের আরেকটি প্যানেল ঘোষণা করা হয়েছে। এ প্যানেলের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছেন-বারের সাবেক যুগ্ম-সম্পাদক হাবিব আল মুজাহিদ পলু। বঙ্গবন্ধু আইনজীবী প্যানেল নামের এ প্যানেলের অন্য প্রার্থীরা হচ্ছেন-সিনিয়র সহসভাপতি পদে আনোয়ার হোসেন, সহসভাপতি পদে জসিম উদ্দিন, যুগ্ম সাধারণ সম্পাদক পদে সোহেল মিয়া, কোষাধ্যক্ষ পদে আল মামুন ভূঁইয়া, আপ্যায়ন সম্পাদক পদে মামুন সিরাজুল মুজিদ, লাইব্রেরিয়ান পদে নজরুল ইসলাম, ক্রীড়া সম্পাদক পদে সোহেল আজাদ, সাহিত্য সম্পাদক পদে হোসেন সোহেল, সমাজসেবা সম্পাদক পদে রোমেল মোল্লা এবং আইন ও মানবাধিকার সম্পাদক পদে রঞ্জিত চন্দ্র দে। সদস্য পদে রয়েছেন ইখতিয়ার হাবিব সাগর, আকবর হোসেন, শাহানাজ জামান, আব্দুর রহিম, আজিম ভূইয়া।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com