জেনারেল হাসপাতালে রহস্যঘেরা বেওয়ারিশ মাইক্রোবাস!

 

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: বেওয়ারিশ একটি মাইক্রোবাস নিয়ে বিপাকে পড়েছে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ। তিন দিন ধরে হাসপাতাল প্রাঙ্গণে পড়ে রয়েছে গাড়িটি। ভেতর থেকে লককরা ওই গাড়িটিকে ঘিরে হাসপাতাল এলাকায় উৎসুক জনতার ভীড় বাড়ছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, সোমবার রাতে কে বা কাহারা কালো রঙের একটি মাইক্রোবাস (ঢাকা- মেট্রো-চ-৫৪-০১৮৮) হাসপাতাল প্রাঙ্গণে ফেলে রেখে যায়। পরেরদিন সকালে সবার নজরে আসে গাড়িটি। কিন্তু টানা তিনদিন ধরে গাড়িটি হাসপাতাল এলাকায় পড়ে থাকলেও কেউ এটি নিতে আসেনি। ফলে এ গাড়িটিকে নিয়ে কৌতুহলীদের ভীড় বাড়ছে।

 

হাসাপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) আসাদুজ্জামান জানান, তিনদিনেও গাড়িটি কেউ নিতে না আসায় হাসপাতালের কর্মচারীরা আমাকে বিষয়টি অবহিত করে। বিষয়টি নারায়ণগঞ্জ সদর মডেল থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

 

এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান জানান, আরএমও সাহেব আমাকে বিষয়টি জানিয়েছেন। গাড়িটি থানায় আনার ব্যবস্থা করা হচ্ছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com