অবশেষে চলে গেল অগ্নিদগ্ধ সেই দম্পতি
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: অবশেষে তিনদিন পরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে চলে গেলেন অগ্নিদগ্ধ সেই দম্পতি। সোমবার (১৩ জানুয়ারি) স্ত্রী রুনিয়া আক্তার খাদিজাকে (২০) বাঁচাতে গিয়ে এক লাখ ৩৩ হাজার ভোল্টে বিদ্যুৎস্পৃষ্ট হয় স্বামী মাহাবুল ইসলামও (২৫)। তিনদিনের ব্যবধানে প্রেমের বাঁধনের গড়ে তোলা তাদের সংসার নিঃশেষ হলো।
বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে ঢাকা মেডিকেল হাসপাতালের বার্ণ ইউনিটে মারা যায় রুনিয়া আক্তার খাদিজা ও স্বামী মাহাবুল।
মাহাবুল ইসলাম ময়মনসিংহের ফুলপুর থানার গোপপুর এলাকার আবুল কালামের ছেলে ও তার স্ত্রী রুনিয়া আক্তার খাদিজা। তারা ফতুল্লার শাসনগাও এলাকার ওহাব সরদারের বাড়িতে ভাড়া থাকতো। তারা দুইজনই বিসিক শিল্পনগরীর গার্মেন্টে চাকরী করতো। চাকুরি সুবাদেই দু’জনের মধ্যে ঘনিষ্ঠতা ও প্রেম হয়। পরে পরিবারের অমতেই দু’জন বিয়ে করে ওই বাড়িতে বসবাস শুরু করে।
নিহত মাহাবুল ইসলামের মামা আলিম উদ্দিন নব-দম্পতির মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত দুই মাসে আগে বাবা মায়ের অবাধ্য হয়ে তারা বিয়ে করে সুখের সংসার বাধে । তাদের বিয়েটি পরিবার মেনে নেয়নি। আনুমানিক ১৫ দিন হয় মাহাবুল ইসলামের পরিবার তাদের বিয়ে মেনে নেয় এবং তাদের সাথে যোগাযোগ শুরু করে।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন বলেন, বিদ্যুত স্পৃষ্ঠ হয়ে স্বামী স্ত্রী দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছে। কিন্তু মারা গেছে কিনা পরিবারের পক্ষ হতে কেউ অবগত করেনি।