৭ দিনেও বাড়ি ফেরেনি সায়মন

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ৭দিনেও বাড়িতে ফিরে আসেনি কিশোর সায়মন (১২)। গত ৮ জানুয়ারি বাড়ি থেকে বের হবার পর থেকে তার খোঁজ মিলেনি।

 

সায়মনের সন্ধ্যান চেয়ে ফতুল্লা থানা পুলিশ সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি বিজ্ঞপ্তিও দিয়েছে।

 

বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, গত ৮ জানুয়ারি সকাল ৯টায় ফতুল্লা থানাধীন ভূইগড় মাহামুদপুরস্থ বাসা থেকে কাউকে কিছু না বলেই বেরিয়ে পড়ে সায়মন।

 

সায়মন ওই এলাকার ইসমাঈলের পুত্র।

 

কেউ যদি সায়মনের সন্ধান পান তাহলে ফতুল্লা মডেল থানা ডিউটি অফিসারের ফোনে (০১৯৪৮-২৫৬৫৭৯) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হয়েছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com