ফতুল্লায় মাদক ব্যবসায়ী স্বর্ণার ৬ মাসের জেল
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানার একটি মাদক মামলার রায়ে চাঁনমারী বস্তির চিহ্নিত মাদক ব্যবসায়ী স্বর্ণা বেগমকে (৩৫) ৬ মাসের কারাদন্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ২ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ের আরো ২ মাসের কারাদন্ড দিয়েছেন।
বুধবার (১৫ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট কাউছার আলমের আদালত স্বর্ণার উপস্থিতিতে রায় ঘোষনা করেন।
স্বর্ণা বেগম চাঁনমারী বস্তির কালামের স্ত্রী।
২০১১ সালের ২৪ ডিসেম্বর রাতে জেলা গোয়েন্দা পুলিশ ডিবির একটি টিম অভিযান চালিয়ে চাঁনমারী বস্তি থেকে এক কেজি গাজাসহ স্বর্ণাকে গ্রেফতার করে। এঘটনায় ডিবির এসআই শহীদুল ইসলাম বাদী হয়ে ফতুল্লা মডেল থানায় মাদক আইনে মামলা দায়ের করেন। আদালতে ব্যাঞ্চ সহকারী জাকির হোসাইন এর সত্যতা নিশ্চিত করেছেন।