প্রয়াত নয়নের জন্য বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার দোয়া
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের প্রয়াত পুত্র মোছাব্বির আলম নয়নের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করেছে বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থা।
বুধবার (১৫ জানুয়ারি) বাদ আসর মুসলিমনগর জামালুল কুরআন কওমী মাদ্রাসায় এ দোয়ার আয়োজন করা হয়।
বঙ্গবন্ধু দুঃস্থ কল্যাণ সংস্থার সভাপতি মাহবুব হোসেনের সভাপতিত্বে দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-মুসলিমনগর পশ্চিমপাড়া পঞ্চায়েতের সভাপতি কামালউদ্দিন মাতবর, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রতন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আমির হামজা, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, যুবলীগ নেতা মতিন, আহসান উল্লাহ প্রমুখ।
অনুষ্ঠানে প্রয়াত মোছাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করা হয়।
প্রসঙ্গত ৬ জানুয়ারি সোমবার মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন মোছাব্বির আলম নয়ন।