প্রয়াত নয়নের জন্য বক্তাবলী ইউনিয়ন পরিষদের দোয়া

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের প্রয়াত পুত্র মোছাব্বির আলম নয়নের আত্মার মাগফেরাত কামনা করে দোয়ার আয়োজন করেছে বক্তাবলী ইউনিয়ন পরিষদ।
বুধবার (১৫ জানুয়ারি) বাদ আসর বক্তাবলী ফেরীঘাটস্থ ফতুল্লা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম শওকত আলীর অফিসে এ দোয়ার আয়োজন করা হয়।
দোয়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন-ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও এনায়েত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসাদুজ্জামান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সাবেক ধর্মবিষয়ক সম্পাদক আবুল হোসেন প্রধান, সাবেক প্রচার সম্পাদক জাহিদুল হক খোকন, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক শফিউল্লাহ শফি, বক্তাবলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফাজউদ্দিন ভুইয়া, সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক বাবুল মিয়া, নারায়ণগঞ্জ কলেজের সাবেক ভিপি আলমগীর হোসেন, ফতুল্লা থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ফরিদ আহমেদ লিটন, ফতুল্লা থানা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ার হোসাইন, সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম এ সাত্তার, শিক্ষাবিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, জেলা ছাত্রলীগের সহসভাপতি সাখাওয়াত হোসেন সৈকত, সাংগঠনিক সম্পাদক মাহবুব সৌরভ, ফতুল্লা ছাত্রলীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান, সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগ ২নং ওয়ার্ড সভাপতি বশির আলম ফাতু প্রমুখ।
দোয়া অনুষ্ঠানে বক্তাবলী ইউনিয়ন পরিষদের ৯টি ওয়ার্ডের সদস্যগণ ও ৯টি ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রয়াত মোছাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত কামনা করে দোয়া করেন-মাওলানা শহীদুল ইসলাম।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রয়াত নয়নের ছোটভাই নাজমুল আলম সাজন।
প্রসঙ্গত ৬ জানুয়ারি সোমবার মাত্র ৪৫ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন মোছাব্বির আলম নয়ন।