আড়াইহাজারে বৃদ্ধাকে জিম্মি করে স্বর্ণ ও টাকা ছিনতাই

 

আড়াইহাজার প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: আড়াইহাজারে এক বৃদ্ধাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা ও দেড় ভরি ওজনের স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে গেছে দুই ছিনতাইকারী।

জানাগেছে, বুধবার (১৫ জানুয়ারী) বিকালে জমিলা বেগম (৬৫) নামে এক বৃদ্ধা হেটে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার দেখাতে যাওয়ার পথে আড়াইহাজার পৌরসভা সংলগ্ন এলাকায় দুই যুবক তার গতিরোধ করে। পরে তাকে অস্ত্রের মুখে জিম্মি করে তার হাতে একটি বালির পোটলী ধরিয়ে দিয়ে তার কাছ থেকে নগদ ৫০ হাজার টাকা, স্বর্ণের গলার হার ও কানের অলংকার খুলে নিয়ে যায়। পরে বৃদ্ধা ডাকচিৎকার দিলে আশেপাশের লোকজন এলে ছিনতাইকারী দল পালিয়ে যায়।

বৃদ্ধা জমিলা বেগম জানান, সে পূবালী ব্যাংক আড়াইহাজার শাখা থেকে ৫০ হাজার টাকা উঠিয়ে হাসপাতালে ডাক্তার দেখাতে যাওয়ার পথে এ ঘটনা ঘটে। জমিলা বেগম উপজেলার হাইজাদী ইউনিয়নের সেন্দি এলাকার সামসুল হকের স্ত্রী।

হাইজাদী ইউনিয়নের চেয়ারম্যান আলী হোসেন ভুইয়া জানান, এ রকম কায়দায় উপজেলা সদরে আরো বেশ কয়েকটি ছিনতাইয়ের ঘটনা ঘটলেও কোন ছিনতাইকারী আটক হয়নি।

 

এ ব্যাপারে আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার সিরাজুল ইসলাম জানান, তিনি এ রকম কিছুই শুনেননি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com