সিদ্ধিরগঞ্জে নারীর লাশ উদ্ধার
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: মৌচাক নিমাইকাশারী এলাকার ডিএনডি’র নিষ্কাশন খাল থেকে অজ্ঞাতনামা এক নারীর (৪৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকালে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুুলিশ।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, ধারণা করা হচ্ছে ওই নারী মানসিক প্রতিবন্ধী। রাতের বেলা সে বাঁশের সাঁকো পার হতে গিয়ে পা পিছলে ডিএনডি’র নিষ্কাশন খালে পড়ে যায়। পরে সে খালের পানিতে ডুবে গেলে আর উঠতে পারেনি। সকালে স্থানীয় বাসিন্দরা লাশটি দেখতে পেয়ে থানা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে মর্গে পাঠায়। তিনি আরো জানান, প্রাথমিকভাবে ওই নারীর শরীরে কোন আঘাতের পাওয়া যায়নি। তারপরও ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।