প্রয়াত নয়নের জন্য আজমীর শরীফে দোয়ার আয়োজন

 

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব এম সাইফ উল্লাহ বাদলের জ্যেষ্ঠ পুত্র মোছাব্বির আলম নয়নের রুহের মাগফেরাত করে ভারতের আজমীর শরীফে দোয়ার আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (১৪ জানুয়ারী) ফজর নামাজ শেষে আজমীর শরীফ দরগাহ্ মসজিদে ওই মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়।

 

গরীবে নেওয়াজ হযরত মাঈনুদ্দীন চিশতী (রহঃ) খাজা বাবা খ্যাত এর দরগাহ্ ওয়ালী মঞ্জিলের খাদেম হযরত কলিমুদ্দীন চিশতী মিলাদ ও মোনাজাত পরিচালনা করেন।

 

আওয়ামী লীগ নেতা খোকন প্রধান এ দোয়ার আয়োজন করেন।

 

PRAY FOR NAYAN

 

দোয়ায় প্রয়াত নয়নের রুহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। দোয়ায় সংসদ সদস্য এ কে এম শামীম ওসমান, ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি এম সাইফ উল্লাহ বাদল ও সাধারণ সম্পাদক ও বক্তাবলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শওকত আলীর সু স্বাস্থ্য কামনা করে দোয়া করা হয়।

 

৬ জানুয়ারী সোমবার ভোরে কাশীপুর দক্ষিণ গোয়ালবন্দস্থ নিজ বাড়িতে মাত্র ৪৫ বছর বয়সে হৃদযন্ত্রের ক্রীয়া বন্ধ হয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মোছাব্বির আলম নয়ন।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com