মেয়র আইভীকে হত্যাচেষ্টা মামলায় ৮ আ’লীগ নেতাকর্মীর জামিন

 

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নগরীর ফুটপাতে হকার বসানোকে কেন্দ্র করে সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভীর উপর হামলা ও হত্যাচেষ্টা মামলায় ৮জনকে জামিন দিয়েছেন আদালত। জামিনপ্রাপ্তরা প্রত্যেকেই আওয়ামী লীগের নেতাকর্মী।

 

সোমবার (১৩ জানুয়ারি) নারায়ণগঞ্জের জেলা ও দায়রা জজ মো: আনিসুর রহমান তাদের জামিন আবেদন মঞ্জুর করেন। তবে এ মামলার প্রধান আসামী নিয়াজুল ইসলাম এখনও পলাতক রয়েছেন।

 

জামিনপ্রাপ্তরা হলেন-মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, যুবলীগ নেতা জানে আলম বিপ্লব, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সুজন, যুবলীগকর্মী নাসির উদ্দিন ওরফে টুন্ডা নাসির ও চঞ্চল মাহমুদ।

 

মামলায় বলা হয়, ২০১৮ সালের ১৬ জানুয়ারি হকার ইস্যুতে মেয়র সেলিনা হায়াৎ আইভীর উপর হামলা ও তাকে হত্যার চেষ্টা করা হয়। সংসদ সদস্য শামীম ওসমান সমর্থক নেতাকর্মীরা ওইদিন আইভীর উপর হামলা চালায় বলে অভিযোগ উঠে। ২০১৮ সালের ২৩ জানুয়ারি সিটি করপোরেশনের আইন কর্মকর্তা জি এম সাত্তার বাদী হয়ে সদর থানায় একটি লিখিত অভিযোগ দিলেও তা মামলা হিসেবে নেয়া হয়নি। কিন্তু ঘটনার প্রায় ঘটনার ২২ মাস ১৮ দিন পর গত ৪ ডিসেম্বর আদালতে মামলা হয়।

 

জামিনের সত্যতা নিশ্চিত করে আসামিপক্ষের আইনজীবী জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এ্যাড. হাসান ফেরদৌস জুয়েল বলেন, আদালত আট জনের জামিন মঞ্জুর করেছেন। তবে এখনও আদেশের কাগজ পাইনি। আদেশ পেলে জামিনের মেয়াদ সর্ম্পকে বলা যাবে।

 

তবে ঘটনার দিন প্রকাশ্যে অস্ত্র উঁিচয়ে আইভীকে হত্যার চেষ্টাকারী নিয়াজুল ইসলাম আদালতে হাজির হননি। ওই সময় নিয়াজুল ইসলাম প্রকাশ্যে অস্ত্র প্রদর্শন করে গণপিটুনির শিকার হন।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com