মুজিববর্ষ উপলক্ষে সিঙ্গাপুর ছাত্রলীগের আলোচনা সভা 

শাহাদাত রাসেল চৌধুরী, সিঙ্গাপুর থেকে, প্রেসবাংলা২৪ডটকম: সিঙ্গাপুরে বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখা মুজিববর্ষ উপলক্ষ্যে আলোচনা সভার আয়োজন করা হয় । বাংলাদেশ ছাত্রলীগ এর ৭২তম প্রতিষ্ঠা বার্ষিকী ও মুজিব বর্ষ উপলক্ষে বঙ্গবন্ধুর অসমাপ্ত আত্মজীবনী অবলম্বনে পাঠচক্র বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
 রবিবার (১২ জানুয়ারী) সন্ধা ৮টায় সিঙ্গাপুরের ডেসকার রোডের একটি হলরুমে  উক্ত আলোচনা অনুষ্ঠান হয়।
সিঙ্গাপুর শাখা ছাত্রলীগের সভাপতি  মোহাম্মদ সোহাগের সভাপতিত্বে এবং ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক রোমান মোল্লার উপস্থাপনায় অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগ, সিঙ্গাপুর শাখার ভারপ্রাপ্ত সভাপতি আলেক হোসেন, প্রধান আলোচক   সিঙ্গাপুর শাখার নব নির্বাচিত  ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আলী রহমত।
আলোচনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ছাত্রলীগ সিঙ্গাপুর শাখার সিনিয়র সহ সভাপতি আরিফ হোসাইন, সহ সভাপতি খন্দকার হাবীব, সহ সভাপতি সোহানুজ্জামান মাসুম, আবু শাহীন সরদার, সহ সভাপতি সজিব, জয়, জুয়েল, রানা, রোমান বেপারী,  যুগ্ম সাধারণ সম্পাদক আরিফিন আরিফ, প্রাঙন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক সরকার আল-আমিন রুবেল হাওলাদার, সিমুল ঘোষ, মুসা সহ মহানগর এর সভাপতি রায়হান রনি সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম, সহ সিঙ্গাপুর ছাত্রলীগের সকল কেন্দ্রীয় নেতৃবৃন্দ ও মহানগর এর নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
অনুষ্ঠানে সিঙ্গাপুর ছাত্রলীগের ৭২ তম প্রতিষ্ঠা বাষিকী উপলক্ষে কেক কেটে স্লোগানের মাধ্যমে  উদযাপন করা হয়।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com