ফতুল্লায় বিদ্যুৎস্পৃষ্ট স্ত্রীকে বাঁচাতে গিয়ে প্রাণ দিল স্বামী
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লায় স্ত্রীকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মাহবুব (২৫) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
সোমবার (১৩ জানুয়ারি) দুপুরে বিসিক এলাকায় একটি ভবনের ছাদে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার স্ত্রী খাদিজার (২১) দেহের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
ঘটনাস্থলে থাকা বিসিক ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার কাজল মিয়া জানান, বেলা সাড়ে ১২টায় স্থানীয় ওহাব সরদারের বাড়ির ছাদে ভেজা কাপড় শুকোতে দিতে এসে ১ লক্ষ ৩৩ হাজার ভোল্ট তারের সাথে বিদ্যুৎস্পৃষ্ট হন মাহবুবের স্ত্রী খাদিজা। এসময় তাকে বাঁচাতে এসে মাহবুব নিজেও বিদ্যুৎস্পৃষ্ট হন। গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে মাহবুব মারা যান। তার স্ত্রী খাদিজার দেহের প্রায় ৮০ শতাংশ পুড়ে গেছে।
তিনি আরও বলেন, আমাদের সামনেই ঘটনাটি ঘটনায় তাৎক্ষনিক আমরা নিজস্ব এম্বুল্যান্সে করে উভয়কেই হাসপাতালে পাঠাই। হাসপাতাল থেকে আমাদের জানানো হয় যে খাদিজার স্বামী মাহবুব মারা গেছেন।