নিখোঁজের ৩দিন পরে পুকুরে মিলল দুই শিশুর লাশ
সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে পুকুর থেকে দুই শিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ। তারা হলেন- শামীম (৮) ও মনির (৭)।
সেমাবার (১৩ জানুয়ারি) সকালে বার্মাষ্টান্ডস্থ কবরস্থানের পাশের পুকুর থেকে তাদের লাশ উদ্ধার করা হয়।
নিহত শামীমের পিতার নাম রবিউল আলম। মনিরের পিতার নাম আব্দুল জাব্বার। তাদের গ্রামের বাড়ি রংপুর জেলার গঙ্গাচরা থানার পাইখান চওরা খোলা এলাকায়। তাদের বাবা-মার সাথে তারা সিদ্ধিরগঞ্জের এসও রোড এলাকাস্থ বাদশা মিয়ার বাড়িতে ভাড়া থাকতো। তাদের উভয়ের বাবা অটোরিক্সা চালক। ১০ জানুয়ারী থেকে তারা নিখোঁজ থাকয় ১১ জানুয়ারী তাদের বাবা সিদ্ধিরগঞ্জ থানায় একটি জিডি করেন।
সোমবার সকালে সিদ্ধিরগঞ্জের বার্মা স্ট্যান্ড কবরস্থানের পাশের পুকুরে লাশ দু’টি ভাসতে দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়। পরে সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক হাফিজুর রহমান লাশ দুটি উদ্ধা করে। তবে লাশ দু’টির শরীরে কোন আঘাতের চিহৃ নেই বলে জানায় সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ কামরুল ফারুক।
লাশ দু’টি পোষ্ট মর্টেমের জন্য মর্গে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, পুকুরে গোসল করার সময় হয়তো তাদের মৃত্যু হতে পারে।