কাউন্সিলর খোরশেদের আদালতে জামিননামা দাখিল
আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: বিজয় দিবসে পুলিশের উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় আদালতে জামিননামা দাখিল করেছেন মহানগর যুবদলের সভাপতি ও সিটি কর্পোরেশনের ১৩ নং ওয়ার্ড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
সোমবার (১৩ জানুয়ারি) হাইকোর্টের আদেশে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ কোর্টে এ জামিননামা দাখিল করেন তিনি। শুনানিতে আইনজীবী হিসেবে উপস্থিত ছিলেন, এড. আজিজ আল মামুন, এড. মো. শরীফুল ইসলাম শিপলু, এড. আশরাফুল আলম সিরিজ রাসেল, এড. নুরুল আমিন মাসুম ও এড. আনোয়ার তালুকদার।
কাউন্সিলর খোরশেদ বলেন, মহান বিজয় দিবসের আনন্দটুকুও পালন করতে পারি না স্বৈরাচারী সরকারের বাধার কারণে। গত বিজয় দিবসে সারা শহর বিএনপির নেতাকর্মী দ্বারা সয়লাব হয়ে যাওয়ায়, আমাদের নামে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। সরকার বিজয় দিবসের আনন্দও কুক্ষিগত করে রেখেছে। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি দাবি করেন।