সোমবার ফতুল্লায় যেসব এলাকায় গ্যাস থাকবে না

 

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার পশ্চিম মাসদাইরের মেসার্স ফারিহা ফ্যাশন লিমিটেড এর গ্যাস সংযোগের জন্য নবনির্মিত গ্যাস পাইপলাইনের সাথে বিদ্যমান গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য ১২ ঘন্টা গ্যাস সরবারহ বন্ধ রাখা হবে বলে জানিয়েছে তিতাস।

 

সোমবার (১৩ জানুয়ারি) সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত পঞ্চবটি ডিআরএস এর পিএসআইজি আউটলেট ভাল্ভ বন্ধ থাকবে। যার জন্য ১২ ঘন্টা গ্যাস সরবারহ বন্ধ থাকবে।

 

তিতাসের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মেসার্স ফারিহা ফ্যাশন লিমিটেড এর গ্যাস সংযোগের জন্য নবনির্মিত গ্যাস পাইপলাইনের সাথে বিদ্যমান গ্যাস পাইপলাইনের টাই-ইন কাজের জন্য পঞ্চবটি ডিআরএস এর পিএসআইজি আউটলেট ভাল্ভ বন্ধ থাকবে। যার ফলে পঞ্চবটি, পঞ্চবটি বিসিক, ভোলাইল, ইসদাইর, কাশীপুর, গোপনগর, চর সৈয়দপুর, মুক্তারপুর ও তৎসংলগ্ন এলাকায় পিএসআইজি বিতরণ লাইনের সাথে সংযুক্ত শিল্প, বাণিজ্যিক, সিএনজি, আবাসিক এবং ক্যাপটিভ পাওয়ার শ্রেণীর গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com