ফতুল্লায় শিশু ধর্ষণচেষ্টার অভিযোগে যুবক গ্রেফতার
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার মুসলিমনগরে লামিয়া নামের ১০ বছরের একটি শিশুকে ধর্ষণের চেষ্টার অভিযোগে কালাম (৩৫) নামের এক ব্যক্তিকে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা।
রোববার (১২ জানুয়ারি) বিকালে মুসলিমনগরের মজিদ মিয়ার বাড়িতে এই ঘটনা ঘটে। কালাম সিরাজগঞ্জ থানার বাঘরিয়া ইউনিয়নের চৌহালী গ্রামের ইউসুফ মোল্লার ছেলে ।
মজিদ মিয়ার বাড়ির কেয়ারটেকার রুমা বেগম জানান, আমাদের বাড়ির ভাড়াটিয়া এসে আমাকে জানালে আমি মেয়েটিকে কালামের ঘর থেকে বের করার জন্য ডাকাডাকি করি। ১০ মিনিট পর সে দরজা খুললে দেখি রুমের দরজার পিছনে মেয়েটিকে একটি কার্টুনের পিছনে লুকিয়ে রেখেছে। তাকে উদ্ধার করে ঘটনার বিস্তারিত জানি। কিন্তু কালাম আমাকে ঘটনা ধামাচাপা দেয়ার জন্য অনুরোধ করে। পরে স্থানীয়দের সহযোগীতায় তাকে আটক করে পুলিশে খবর দেই।
ঘটনাস্থলে আসা ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন মিয়া জানান, কালামকে আটক করে থানায় আনা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের পরে বিস্তারিত বলতে পারবো।