নয়নের মাগফেরাত কামনায় আলীম শেখের দোয়ার আয়োজন

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থানা আওয়ামী লীগের সভাপতি ও কাশীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম সাইফ উল্লাহ বাদলের বড়পুত্র মোছাব্বির আলম নয়নের মাগফেরাত কামনায় শনিবার (১১ জানুয়ারি) বাদ আসর বক্তাবলী ফেরীঘাট এলাকায় দোয়া করা হয়েছে।
নারায়ণগঞ্জ জেলা ট্রাক-ট্যাংকলরী ও কর্ভাডভ্যান শ্রমিক ইউনিয়নের ক্রীড়া সম্পাদক আলীম শেখ এ দোয়ার আয়োজন করেন।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন-কাশীপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমেদ, শাহওয়ার আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: হারুণ অর রশিদ, এনায়েতনগর ইউনিয়ন কৃষক লীগের সভাপতি আব্দুল মান্নান ভেন্ডার, কাশীপুর ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক আতাউর রহমান আতা, ফতুল্লা থানা যুবলীগের সাংগঠনিক সম্পাদক রেহান শরীফ বিন্দু, যুবলীগ নেতা আব্দুল হামিদ প্রধান, ফতুল্লা থানা ছাত্রলীগের সহসভাপতি শরীয়ত উল্লাহ বাবু, যুবলীগ নেতা রাশেদুল ইসলাম সুমন প্রমুখ।