না’গঞ্জে উত্তপ্ত হচ্ছে আদালত প্রাঙ্গণ

 

প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নির্বাচনকে কেন্দ্র করে উত্তপ্ত হচ্ছে আদালত প্রাঙ্গণ। নির্বাচনকে সামনে রেখে গঠিত কমিশনের বিরুদ্ধে আন্দোলনে নেমেছেন বিএনপি ও আওয়ামী লীগের একটি অংশ। বিএনপির সাথে আন্দোলনে নেমেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় পরিষদের সদস্য ও সমিতির সাবেক সভাপতি আনিসুর রহমান দীপুও। ঐক্যবদ্ধ আন্দোলনের লক্ষ্যে তারা গঠন করেছেন-আইনজীবী সমন্বয় পরিষদ। এ পরিষদে রয়েছে-বাংলাদেশ গণতান্ত্রিক আইনজীবী সমিতি ও বাংলাদেশ আওয়ামী বঙ্গবন্ধু পরিষদ। আনিসুর রহমান দীপু ও মাহবুবুর রহমান মাসুম।

আদালত প্রাঙ্গণে পাল্টপাল্টি মিছিল সমাবেশের কারণে এ অঙ্গণটি উত্তপ্ত হয়ে উঠছে। আদালত প্রাঙ্গণে বিদায়ী সমিতির নেতাদের পক্ষে মহড়াও দিয়েছেন মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক শাহ নিজামও।

রোববার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশন বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম।

এডভোকেট সাখওয়াত হোসেন খানের নেতৃত্বে ওই মিছিল থেকে নির্বাচন কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠনের দাবি জানানো হয়। মিছিল শেষে সভায় সাখওয়াত হোসেন খান বলেন, একজন নির্বাচন কমিশনের নাম বললে আইনজীবীদের তোপের মুখে পড়ে তিনি পালিয়ে যায়। বার্ষিক সাধারণ সভার দিন আইনজীবী সমিতির সভাপতি সভা শেষ না করেই চলে গেছেন। আইনজীবীদের ভোট অনেক মূল্যবান। একদল নির্বাচনকে ছিনতাই করতে চায়। কিন্তু এবার তা হতে দেয়া হবে না।

 

একইদিন নির্বাচন কমিশনের বাতিলের দাবীতে সংবাদ সম্মেলন করেছে গণতান্ত্রিক আইনজীবী সমিতি। সমিতির সহ-সভাপতি এডভোকেট মাহবুবুর রহমান মাসুম বলেন, আমরা সুষ্ঠ ও শান্তিপূর্ণ নির্বাচন চাই। অগতান্ত্রিকভাবে গঠিত এ নির্বাচন কমিশন দিয়ে সুষ্ঠ নির্বাচন সম্ভব নয়। অবিলম্বে এ কমিশন বাতিল করে নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচন করতে হবে।

এডভোকেট আনিসুর রহমান দিপু বলেন, আইনজীবী সমিতি একটি পেশাজীবী সংগঠন। আইনজীবীরা নির্বাচন যেভাবে চায় সেভাবেই হবে। নির্বাচন কমিশন নিয়ে যদি কোন একজন আইনজীবীও প্রশ্ন তুলে তাহলে সে কমিশনের আধীনে নির্বাচন হতে পারে না। তিনি পূনরায় আইনজীবী সমিতির এজিএম ডেকে নতুন কমিশন গঠনের দাবী জানান।

 

সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ ও অন্যান্য রাজনৈতিক দলের আর্দশে বিশ্বাসী আইনজীবীরাও উপস্থিত ছিলেন।

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com