নগরীতে ট্রেণ থেকে পড়ে কিশোর নিহত
নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নগরীতে চলন্ত ট্রেণ থেকে পড়ে অজ্ঞাত এক কিশোরের মৃত্যু হয়েছে। রোববার (১২ জানুয়ারি) রাত পৌণে আটটায় নগরীর খগেন্দ্রনাথ সড়ক গলাচিপায় এ দূর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, নারায়ণগঞ্জ থেকে ঢাকামুখি ট্রেণটি গলাচিপা এলাকায় আসামাত্র ট্রেণের উপর থেকে কিশোর পড়ে ট্রেণের নিচে চলে যায়। সাথে সাথেই তার মৃত্যু হয়।
জিআরপি পুলিশ লাশ উদ্ধার করে নিয়ে গেছে।