কাশীপুরে অটোচালক খুনের ঘটনায় নির্মাণ শ্রমিক লীগ সভাপতি সজীব আটক

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার চর কাশীপুরে অটোরিক্সা চালক টিপু হাওলাদার খুনের ঘটনায় বাংলাদেশ আওয়ামী নির্মাণ শ্রমিক লীগ ফতুল্লা থানা কমিটির সভাপতি সজীব হাসানকে (২৮) আটক করেছে পুলিশ।
শনিবার (১১ জানুয়ারি) রাতে কাশীপুর খিলমার্কেটস্থ বাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।
সজীব হাসান কাশীপুর খিলমার্কেট এলাকার আলহাজ্ব আবুল খায়েরের ছেলে।
বাংলাদেশ আওয়ামী লীগ নির্মাণ শ্রমিক লীগ ফতুল্লা থানা কমিটির সভাপতি সজীব হাসানের একটি অটোরিক্সার গ্যারেজ রয়েছে। পুলিশের ধারণা, অটোচালক টিপু সুলতানকে হত্যা করে অটোরিকক্সাটি তার গ্যারেজে আনা হয়। এবং অপর একজন অটোরিক্সা চালককেও মারধর করা হয়।
আটকের বিষয়টি নিশ্চিত করে ফতুল্লা মডেল থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, জিজ্ঞাসাবাদ চলছে। এখনও নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না। তবে ওর একটি রিক্সার গ্যারেজ রয়েছে, সেখান থেকে কিছু তথ্য মিলেছে।
গত ৫ জানুয়ারি রাতে চর কাশীপুর এলাকায় অটোরিক্সা চালক টিপু সুলতানকে খুন করে অটোরিক্সা ছিনিয়ে নেয় দূবৃর্ত্তরা। এ ঘটনায় কর্তব্যে অবহেলার জন্য একজন এসআই সহ ৫জন পুলিশ সদস্যকে প্রত্যাহারও করা হয়।