আ’লীগ নেতার অফিসে নির্যাতন: দুই যুবক রিমাণ্ডে

আদালত প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা ইউনিয়ন ২নং ওয়ার্ডের মেম্বার আলাউদ্দিন হাওলাদারের অফিসে মধ্যযুগীয় কায়দায় দুই যুবককে নির্যাতনের ঘটনার মামলায় গ্রেপ্তারকৃত দুজনকে ১ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
রোববার (১২ জানুয়ারী) সকাল সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মাহমুদুল মহসিনের আদালতে ৭দিনের রিমান্ড আবেদন করলে আদালত এ আদেশ দেন। রিমান্ডকৃত আসামীরা হলেন কুতুবপুর শাহী মহল্লা এলাকার আব্দুল কাদেরের ছেলে রবিন এবং একই এলাকার শফিকুর রহমানের ছেলে ইউনুছ। এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান।
প্রসঙ্গত, ২০১৯ সালের ১২ ডিসেম্বর শাহী মহল্লা এলাকা থেকে শফিকুল ইসলাম নামে এক ব্যক্তি বিদেশী জাতের ছাগল চুরি হয়। এ ঘটনায় ৩১ ডিসেম্বর মুসলিমপাড়া এলাকার রাতুল ও নাঈম নামে দুই যুবককে ধরে আনা হয় কুতুবপুর ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও ৫ নং ওয়ার্ড মেম্বার আলাউদ্দিন হাওলাদারের অফিসে এনে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন করা হয়। এ ঘটনায় ১১ জানুয়ারী রবিন ও ইউসুফ নামে দুইজন কে গ্রেপ্তার করে পুলিশ।
এর আগে ১০ জানুয়ারি বিকেলে আওয়ামী লীগ নেতা আলাউদ্দিন হাওলাদারের অফিসে নির্যাতনের শিকার নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে আলাউদ্দিন হাওলাদারসহ ৫ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করেন। এখানে এই আওয়ামী লীগ নেতার নির্দেশে তারই সামনে ওই দুই যুবককে মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালানো হয়।