আব্দুস সালাম ফের সাংবাদিক ইউনিয়নের সভাপতি

 

নগর প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি নির্বাচিত হয়েছেন এটিএন বাংলা ও এটিএন নিউজের রিপোর্টার আবদুস সালাম। এ নিয়ে দ্বিতীয় বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন তিনি।

 

এছাড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন সময় টেলিভিশনের রিপোর্টার শওকত এ সৈকত এবং কার্যকরী পরিষদের সদস্য নির্বাচিত হয়েছেন বাংলাদেশ সংবাদ সংস্থার জেলা প্রতিনিধি শরীফউদ্দিন সবুজ, ডিবিসি টেলিভিশনের চীফ রিপোর্টার রাজীব ঘোষ, দৈনিক আমাদের সময়ের ইশতিয়াক আহমেদ, দৈনিক জনকন্ঠের ষ্টাফ রিপোর্টার খলিলুর রহমান, যায় যায় দিনের ফতুল্লা প্রতিনিধি সৈয়দ ওবায়দুল্লাহ এবং চ্যানেল-২৪ এর রিপোর্টার আহসান সাদিক শাওন।

 

এনইউজের নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সিনিয়র সাংবাদিক বিমল রায় ও চ্যানেল আই এর প্রতিনিধি ও নারায়নগঞ্জ কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ রুমন রেজা জানান, ১১টি পদের মধ্যে সভাপতিসহ ৮টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। সাধারণ সম্পাদক, সহসভাপতি ও কোষাধ্যক্ষ পদে নির্বাচনী শিডিউল অনুযায়ী পরে নির্বাচন অনুষ্ঠিত হবে।

 

নির্বাচিত সভাপতি ও নারায়ণগঞ্জের সিনিয়র সাংবাদিক আবদুস সালাম ১৮ বছর যাবৎ এটিএন বাংলা ও এটিএন নিউজের সাথে কাজ করছেন। এছাড়াও তিনি বিদ্যানিকেতন হাই স্কুলের প্রতিষ্ঠাতা সিনিয়র ভাইস চেয়ারম্যান, নারায়ণগঞ্জ হাই স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সদস্য, নারায়ণগঞ্জ চারুকলা ইনিষ্টিউটের পরিচালনা পর্ষদের সদস্য, লায়ন্স জেলা ৩১৫এ২ এর রিজিওন চেয়ারপার্সন (হেড কোয়ার্টার) ও নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের স্থায়ী সদস্য।

 

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com