আওয়ামীলীগ নেতার অফিসে নির্যাতনের ঘটনায় গ্রেফতার ২
ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লার আওয়ামীলীগ নেতা আলাউদ্দিন মেম্বারের অফিসে নির্যাতনের আলোচিত ঘটনায় মামলা দায়েরের পর অভিযান চালিয়ে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১০ জানুয়ারি) নাঈমের মা নাজমা বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর শনিবার (১১ জানুয়ারি) কুতুবপুরের শাহী মহল্লা মুসলিমপাড়া এলাকা থেকে ঐ দুই যুবককে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো, কুতুবপুর শাহী মহল্লা এলাকার আব্দুল কাদেরের ছেলে রবিন ও একই এলাকার শফিকুর রহমানের ছেলে ইউনুছ।
ফতুল্লা থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান জানান, শুক্রবার নাঈমের মা বাদী হয়ে মামলা দায়ের করলে পুলিশ শনিবার রাতে অভিযান চালিয়ে রবিন ও ইউনুছকে গ্রেফতার করে।
উল্লেখ্য সম্প্রতি আলাউদ্দিন মেম্বারের অফিসে দুই যুবককে পেটানোর একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়৷ ভিডিওতে দেখা যায়, আলাউদ্দিন মেম্বারের উপস্থিতিতে হাত-পা বেঁধে দুই যুবককে কয়েকজন বেধরক পেটাচ্ছে। এ সময় নিজেদেরকে নির্যাতনের হাত থেকে বাঁচতে কাকুতি-মিনতি জানাচ্ছে। আশপাশে থাকা লোকজন দাঁড়িয়ে দেখছিল। কেউ তাকে বাঁচাতে এগিয়ে আসেনি।
জানা গেছে, ২০১৯ সালের শেষ দিন ৩১ ডিসেম্বর রাতে নাইম ও রাতুল নামে দুই যুবককে ধরে এনে চোর আখ্যা দিয়ে আলাউদ্দিন হাওলাদারের অফিসে বেধরক পেটানো হয়। পরবর্তীতে একটি ছাগল দিয়ে ফতুল্লা মডেল থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়৷