৫ দিন পর নিখোঁজ ২ প্রকৌশলীর একজনের লাশ উদ্ধার

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: ফতুল্লা থেকে নিখোঁজের পাঁচদিন পর মুন্সিগঞ্জের সিরাজদিখানে ‘বাংলা ক্যাট’ কোম্পানির প্রকৌশলী মাহফুজুর রহমান জিসানের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন প্রকৌশলী লিখন সরকার।

 

শুক্রবার (১০ জানুয়ারি) নিখোঁজের পাঁচদিন পর জিসানের মরদেহ উদ্ধার করা হয়।

 

মৃত মাহফুজুর রহমান জিসান (৩২) সাভারের আশুলিয়ার ডেন্ডাবর এলাকার মোকলেসুর রহমানের ছেলে। আর লিখনের বাড়ি আশুলিয়ার নরসিংপুরে।

 

গত ৫ জানুয়ারি বিকেলে রাজধানীর আশুলিয়া থেকে বাংলা ক্যাট কোম্পানির দুই মেকানিক্যাল ইঞ্জিনিয়ার মাহফুজুর রহমান জিসান ও তার সহকর্মী লিখন সরকার ফতুল্লা বক্তাবলীর রাজাপুর এলাকায় বুড়িগঙ্গা এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের ভেকু মেরামতের কাজে আসেন। কাজ শেষে রাত সাড়ে ১২টায় ফতুল্লা থেকে বাড়ির উদ্দেশে রওনা দেন তারা। তারপর থেকেই কোন খোঁজ নেই।

 

লিখন সরকারের বড় ভাই শোয়েব আহমেদ বলেন, ‘বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের’ মালিক সজীব মিয়ার সঙ্গে যোগাযোগ করলে তিনি তাদের জানান যে- শনিবার রাত সাতে ৩টার দিকে তার কর্মচারী পায়েল ইঞ্জিন চালিত নৌকায় করে জিসান ও লিখনকে নিয়ে বুড়িগঙ্গা নদী পার হচ্ছিলেন। পথে একটি জাহাজ কাছাকাছি নৌকার কাছাকাছি এসে পড়লে ট্রলারের চালক পায়েলসহ জিসান ও লিখন নদীতে ঝাঁপ দেন। ভোরের দিকে পায়েল সাঁতরে তীরে উঠতে পারলেও জিসান ও লিখন নিখোঁজ হন।

 

স্বজনদের অভিযোগ, বুড়িগঙ্গা এন্টারপ্রাইজের মালিক সজীব পুরো বিষয়টি একদিন গোপন রাখেন। বিভিন্ন সময় বিভ্রান্তিমূলক তথ্যও দেন। ফতুল্লা থানা পুলিশের কাছ থেকেও তেমন কোনো সহযোগিতা না মেলার অভিযোগ তাদের।

 

এদিকে নিখোঁজদের সন্ধানে সব ধরনের চেষ্টা চালানোর কথা জানালেন বাংলা ক্যাট কোম্পানির প্রশাসনিক কর্মকর্তা এবং ফায়ার সার্ভিসের জেলা উপ-সহকারী পরিচালক।

 

বাংলা ক্যাট’র প্রশাসনিক কর্মকর্তা আশিক মাহমুদ বলেন, পুলিশকে জানানো হয়েছে, ফায়ার ব্রিগেড, নৌ-পুলিশ, কোস্ট গার্ড সবাইকে জানানো হয়েছে। তাদের সহযোগিতা এবং নিজেদের উদ্যোগে আমরা খুঁজছি।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com