চাষী নজরুল ইসলাম এর ৫ম মৃত্যুবার্ষিকী শনিবার

 

 

বিনোদন প্রতিবেদক, প্রেসবাংলা২৪ডটকম: কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম এর ৫ম মৃত্যুবার্ষিকী আগামীকাল শনিবার।

 

২০১৫ সালের এই দিনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

 

গুণী পরিচালক চাষী নজরুল ইসলাম ১৯৪১ সালের ২৩ অক্টোবর বিক্রমপুরস্থ শ্রীনগর থানার সমষপুর গ্রামে জন্ম গ্রহণ করেন। তিনি ১৯৬১ সালে সৈয়দ মোহাম্মদ আওয়াল এর মাধ্যমে চলচ্চিত্র অঙ্গনে পর্দাপন করেন। খ্যাতিমান চলচ্চিত্র পরিচালক, অভিনেতা ফতেহ্ লোহানী ও প্রখ্যাত সাংবাদিক, চলচ্চিত্রকার ওবায়েদ-উল-হকের সহকারী হিসাবে তিনি চলচ্চিত্রের সাথে যুক্ত হন। তিনি স্বাধীন বাংলাদেশের এবং মুক্তিযুদ্ধের প্রথম চলচ্চিত্র ওরা ১১জন নির্মাণের মাধ্যমে ১৯৭২ সালে চলচ্চিত্র পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন । চাষী নজরুল ইসলাম ২১ পদক ও একাধিকবার জাতীয় চলচ্চিত্র পুরুস্কারসহ জীবনে অসংখ্য পুরস্কার অর্জন করেছেন। তিনি চার বার বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির নির্বাচিত সভাপতি ছিলেন। তিনি ছিলেন জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোটের সভাপতি। এছাড়াও অসংখ্য সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ব দিয়েছেন। তিনি সর্বাধিক মুক্তিযুদ্ধভিত্তিক ও সাহিত্য নির্ভর চলচ্চিত্রের নির্মাতা।

 

তাঁর উল্লেখ্যযোগ্য চলচ্চিত্র সমূহ হলো- মুক্তিযুদ্ধের ছবি- সংগ্রাম, হাঙ্গর নদী গ্রেনেট, মেঘের পরে মেঘ, সাহিত্য নির্ভর চলচ্চিত্র -দেবদাস, শুভদা, চন্দ্রনাথ, রবী ঠাকুরের সুভা, শাস্তি, বঙ্কিম চন্দ্রের বৃষবৃক্ষ উপন্যাস অবলম্বনে বিরহ ব্যথা, শিল্পী হাসন রাজা প্রমুখ।

 

এদিকে মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে শনিবার সকালে কালজয়ী চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলাম কবরে পুষ্পস্তবক অপর্ণ এবং ১৩ তারিখ বিকাল ৩টায় বিএফডিতে পরিচালক সমিতির আয়োজনে জহির রায়হান ডিজিটাল অডিটোরিয়ামে এক স্মরণসভা অনুষ্ঠিত হবে ।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com