কালাচাঁন ফকিরের বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত

ফতুল্লা প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: নারায়ণগঞ্জ ফতুল্লা থানার শিবুমার্কেট এলাকার পূর্ব শিয়াচরে হযরত শাহ লাল ওরফে শানাল ফকির চিস্তিয়া(রঃ) নূরুল্লাপুর এর ভক্ত হযরত হুকুম আলী ফকির এর পুত্র হযরত কালাচাঁন ফকিরের ১৯৯ তম বাৎসরিক ওরশ মোবারক অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৯ জানুয়ারী) পূর্ব শিয়াচরে এই ওরশ মোবারক উপলক্ষে বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ তরিকা বউল শিল্পি সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি আকবর সরকার, প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক আবুল সরকার, সানি সরকার, সুমাইয়া সরকার, সাদিয়া সরকার।
অনুষ্ঠানে বাউল শিল্পিরা গানে গানে মাতিয়ে রাখে সারারাত । ভক্তরা বাউল সঙ্গীত শুনার জন্য সারারত অধীর আগ্রহে উপস্থিত থেকে ওরশকে জমজমাট করে রাখে।