সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় আগুন

 

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি, প্রেসবাংলা২৪ডটকম: সিদ্ধিরগঞ্জে মশার কয়েল ও গৃহস্থালী পণ্য তৈরী কারখানায় অগ্নিকান্ড সংঘটিত হয়েছে।

 

বৃহস্পতিবার (৯ জানুয়ারী) ভোরে মিজমিজি ধনুহাজী রোড এলাকায় কামাল হোসেন ওরফে মওদুদী কামাল ও মাকসুদের মালিকানাধীন মারিয়া প্রডাকস্ নামের ওই কারখানায় এ অগ্নিকান্ডের ঘটনাটি ঘটে।

 

এতে কারখানার প্রায় ৫ লাখ টাকার মালামাল পুড়ে যায় বলে দাবী করেছেন মালিকপক্ষ।

 

খবর পেয়ে আদমজী ফায়ার সার্ভিসের ২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনেন।

 

এলাকাবাসী জানায়, সিদ্ধিরগঞ্জের ধনুহাজী রোডের পার্শ্বে জনৈক কামাল হোসেন ওরফে মওদুদী কামাল ও মাকসুদ মশার কয়েল ও রান্নার পাতিল রাখার বক্স তৈরীর কারখানা গড়ে তোলেন। এতে অগ্নিনির্বাপকের কোন ব্যবস্থাও রাখা হয়নি। বৃহস্পতিবার ভোরে হঠাৎ করে অগ্নিকান্ড সংঘটিত হয়। ঐ কারাখানায় অবৈধ গ্যাস সংযোগ থাকায় মূহুর্তের মধ্যে আগুন ছড়িয়ে পুরো কারখানায়। প্রথমে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যার্থ হয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

আদমজী ফায়ার সার্ভিসের (ইনচার্জ) সিনিয়র ষ্টেশন অফিসার শাহাজাহান ও ষ্টেশন অফিসার মোঃ আব্দুল হাই বলেন, বিদ্যুৎতের শকসার্কিট থেকে এ অগ্রিকান্ডের সূত্রপাত। মালিকপক্ষ ফায়ার সার্ভিস কর্মীদের জানায়, অগ্নিকান্ডে তাদের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। প্রায় ১ ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়েছেন বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের কর্মকর্তারা।

 

তারা বলেন, এর আগেও একাধিক বার একই কারখানায় অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে।

 

WP2Social Auto Publish Powered By : XYZScripts.com